bangla news

সাবেক খাদ্যমন্ত্রীকে সভাপতি করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি

153 |
আপডেট: ২০১৪-০৩-৩০ ১২:১৬:০০ পিএম

দশম সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়।

সংসদ থেকে: দশম সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়।
 
রোববার জাতীয় সংসদে চিফ হুইপ আ স ম ফিরোজ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। পরে স্পিকার সেই নামগুলো সংসদে ভোটে দেন। এরপর সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি কণ্ঠভোটে পাস হয়।
 
কমিটির অন্য সদস্যরা হলেন, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আবদুল ওয়াদুদ, নাজমুল হাসান পাপন, টিপু মুন্সী, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-03-30 12:16:00