bangla news

জিয়া ইস্যুতে জাবি ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

435 |
আপডেট: ২০১৪-০৩-৩০ ৬:৫২:০০ এএম

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম’ রাষ্ট্রপতি দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। রোববার সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম’ রাষ্ট্রপতি দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। রোববার সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অমর একুশের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে রুপ নেয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষক খালেদা জিয়া ও তারেক রহমান ইতিহাস বিকৃতির মাধ্যমে পুরো জাতিকে অপমানিত করেছে। আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করার দাবি জানাই।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশিদুল হাসানসহ সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-03-30 06:52:00