ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল  শুরু

কুমিল্লা: আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকে।



দুপুর সাড়ে ১২টায় উদ্ধার কাজ শেষ হলে ১২টা ৩৫ মিনিটে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়।  

লাকসাম রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু  করে।

এ বিষয়ে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী ইরফানুল ইসলাম বাংলানিউজকে বলেন, উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪

**ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

welcome-ad