ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেলসন ম্যান্ডেলাসহ ১৮ জনের শোক প্রস্তাব সংসদে

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
নেলসন ম্যান্ডেলাসহ ১৮ জনের শোক প্রস্তাব সংসদে ছবি: ফাইল ফটো

সংসদ ভবন থেকে: বর্ণবাদবিরোধী নেতা নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। দশম জাতীয় সংসদে প্রথম অধিবেশনে বুধবার সন্ধ্যা ম্যান্ডেলা ছাড়াও আরও ১৭ প্রয়াত ব্যক্তিত্বের স্মরণে শোক প্রস্তাব আনা হয়।


 
দিনের কর্মসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদের এ অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন শেষে আনা হয় শোক প্রস্তাব।
 
শোক প্রস্তাবে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে অবিসংবাদিত সংগ্রামী, মানবতাবাদী ও কিংবদন্তি পুরুষ হিসেবে আখ্যায়িত করা  হয়েছে।
 
নেলসন মেন্ডেলা গত বছরের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তার শেষকৃত্যে যোগদান করেছিলেন।
 
নেলসন ম্যান্ডেলা ছাড়াও দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য শওকত মোমেন শাহজাহান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, সৈয়দা জোহরা তাজউদ্দিনসহ ১৮ জনের নামে শোক প্রস্তাব আনা হয়।
 
দশম জাতীয় সংসদের সদস্য শওকত মোমেন শাহজাহান ১৯৫১ সালের ২৯ জুন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। ৯ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন টাঙ্গাইলের এই নেতা। এরপর গত ২০ জানুয়ারি ভোরে সখীপুরে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। শওকত মোমেন শাহজাহান ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
 
বিচারপতি হাবিবুর রহমানের মৃত্যুতেও সংসদে শোক প্রস্তাব আনা হয়। সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানকে সাবেক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও স্বনামধন্য লেখক, রবীন্দ্র গবেষক ও বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করা হয়। বিচারপতি হাবিবুর রহমান ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব  পালন করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেন।
 
বিচারপতি হাবিবুর রহমান ১৯৩০ সালের ১ মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার দয়ারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গত ১১ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
 
স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিনের মৃত্যুতেও শোক প্রস্তাব আনা হয়।
 
জোহরা তাজউদ্দিন ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ২০ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বর্তমান জাতীয় সংসদে সৈয়দা জোহরা তাজউদ্দিনের কন্যা সিমিন হোসেন রিমি এমপি হিসেবে প্রতিনিধিত্ব করছেন। এর আগে নবম জাতীয় সংসদের মন্ত্রিসভায় তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। যদিও দায়িত্ব গ্রহণের কিছু দিন পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
 
শোক প্রস্তাব গৃহীত অন্যান্যদের মধ্যে রয়েছেন, মমতাজ আহমেদ, অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন, গোলাম মোর্দ ফারুকী, মোছলেম উদ্দিন খান, মুস্তাফিজুর রহমান, সৈয়দা রাজিয়া ফয়েজ, দেওয়ান নুরুন্নবী, ডা. এ কে এম মোয়াজ্জেম হোসেন, মো. জয়নুল আবেদীন জায়েদী, অধ্যক্ষ আতিউর রহমান, মো. শাহজাহান, মিজানুর রহমান খান, মির্জা সুলতান রাজা এবং অধ্যক্ষ আবুল হাছানাত।

সন্ধ্যা ৬টায়  বিদায়ী ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের স্বাগত অধিবেশন শুরু হয়। প্রথমেই দশম জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া নির্বাচিত হন। পরে তারা শপথ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে।

পরে ২০ মিনিটের বিরতি শেষে নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন চলছে।

*৫ জন প্যানেল স্পিকার
*শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার

* অনভিজ্ঞ স্পিকার অভিজ্ঞদের ছাড়িয়েছেন
* ডেপুটি স্পিকার পদ থেকে শওকত আলীর বিদায়
* শিরীন শারমিন স্পিকার, ফজলে রাব্বী ডেপুটি

* দশম সংসদের পথচলা শুরু
* অধিবেশনে যোগ দিতে সংসদে এরশাদ-রওশন

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ