ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ঠাণ্ডায় মাছও জমে বরফ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
ঠাণ্ডায় মাছও জমে বরফ! ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমানে ইউরোপ-আমেরিকায় ঠাণ্ডার প্রকোপ দেখে আবহাওয়াবিশারদরা নতুন করে ভাবছেন। ঘেটে দেখছেন ইতিহাস।

কিন্তু গত সপ্তাহে নরওয়েতে যা হলো তা হয়ত ভোলা সত্যিই কষ্টসাধ্য হয়ে যাবে।

তীব্র ঠাণ্ডায় সে দেশের লোভান্ড এলাকায় একটি নদীর পানি জমে বরফ হয়ে গেছে। সাথে নদীতে থাকা মাছও।

ইনগলফ ক্রিস্টিয়ানসেন দুর্লভ মুহূর্তের এই অসাধারণ ছবিটি তুলেছেন। নরওয়েজিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এনআরকে) ছবিটি প্রকাশ করে।

এনআরকে এর হিসাব মতে, মাছ জমে বরফ হয়ে যাওয়ার সময় সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ

welcome-ad