ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্যাগের অনির্বাণ শিখা বিমান বাহিনীর অনুপ্রেরণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩
ত্যাগের অনির্বাণ শিখা বিমান বাহিনীর অনুপ্রেরণা

ঢাকা: বিমান বাহিনীর খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের ত্যাগ এদেশের স্বাধীনতা রক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থার প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী।

শুক্রবার বেলা সোয়া ১১টায় সশস্ত্র বাহিনী দিবস-২০১৩ উপলক্ষে ফ্যালকন হলে মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।



তিনি বলেন, তাদের ত্যাগের অনির্বাণ শিখায় উদ্ভাসিত অর্জন বাংলাদেশের স্বাধানীতা রক্ষায় বিমান বাহিনী তার ঐতিহ্য ধরে রাখবে। এই বাহিনীর পূর্বসূরিদের দেখানো পথে দেশের সুরক্ষায় বিমান বাহিনী সবসময় নির্ভীক। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে যেসব সেনা কর্মকর্তারা অবদান রেখেছে তাদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এসময় পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম, শহীদ ফ্লাইট লে. মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ বীর উত্তম, গ্রুপ ক্যাপ্টেন (অব.) সামসুল আলম, মরহুম উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান বীর প্রতীকের স্ত্রী রাবেয়া সুলতান জাহান, স্কো. লি. (অব.) বদরুল আলম, স্কো. লি. (অব.) লিয়াকত আলী খান বীর উত্তম, পা. অ. (অব.) মো. আব্দুল মুকিত বীর প্রতীক, ডিআইজি (অব.) কাজী জয়নুল আবেদীন বীর প্রতীক, মাস্টার ওয়ারেন্ট অফিসার সৈয়দ রেজওয়ান আলী বীর প্রতীক, মেজর (অব.) এম আলী আশরাফ বীর প্রতীক, ফ্লাইট সার্জেন্ট মরহুম এম শহিদুল্লা বীর প্রতীকের স্ত্রী আমেনা বেগম, ফ্লাইট সার্জেন্ট রতন আলী শরীফ বীর প্রতীক, সার্জেন্ট এসএম নুরুল হক বীর প্রতীক, সার্জেন্ট সৈয়দ রফিকুল ইসলাম, কর্পোর‍াল এম রুস্তম আলী বীর প্রতীকের পক্ষে নাহিদ কায়সার, হেলালুজ্জামান বীর প্রতীকের হাতে বিমান বাহিনী প্রধান উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩
এটি/এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ