ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফ্রান্স

ফ্রান্সে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ফ্রান্সে শেখ রাসেলের জন্মদিন উদযাপন ফ্রান্সে শেখ রাসেলের জন্মদিন

প্যারিস (ফ্রান্স): প্যারিসে আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্হানীয় সময় রাত ৯টায় প্যারিসের ক্যাথসীমায় স্থানীয় এক রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল হাসান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠান হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহ-সভাপতি উসিম উদ্দীন ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক আকরাম খান, অধ্যাপক অপু আলম, হাসান সিরাজ, শাহীন আরমান চৌধুরী, আকিল ইব্রাহীম প্রমুখ।


 
অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্হিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ এর পনেরোই আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলও রেহাই পায়নি। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আজ শেখ রাসেল বেঁচে থাকলে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার অন্যতম কারিগর হতো।
 
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।