ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল-স্পেনকে ছাড়িয়ে গেল আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
ব্রাজিল-স্পেনকে ছাড়িয়ে গেল আর্জেন্টিনা 

২ জুলাই , ২০১৯ থেকে যে যাত্রাটা শুরু হয়েছিল তা এখনো চলছে। হারের স্বাদ কেমন সেটা যেন ভুলতেই বসেছে আর্জেন্টিনা।

তিন বছরের বেশি সময় ধরে টানা ৩৬ ম্যাচে কোনো প্রতিপক্ষই তাদের হারাতে পারেনি।  
গতকাল আরব আমিরাতের বিপক্ষে ৫-০ গোলের জয়ের পর অপরাজিত থাকার ধারাটা আরো উঁচুতে নিয়ে গেল আলবিসেলেস্তারা। ব্রাজিল-স্পেনকে ছাড়িয়ে এখন ইতালির পরেই তাদের অবস্থান। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে ড্র করলেই ইতালিকে টপকে নতুন বিশ্ব রেকর্ডের মালিক হবে লিওনেল স্কালোনির দল।
১০ অক্টোবর, ২০১৮ থেকে ৬ অক্টোবর ২০২১ পর্যন্ত  সর্বোচ্চ টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। যার মধ্যে ৩০ টিতে জয় ও বাকি ৭ ম্যাচে ড্র করে তারা। স্পেনের কাছে হারের পর রেকর্ডটা আর এগিয়ে নিতে পারেনি। ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৯ ড্র করে দুইয়ে আছে আর্জেন্টিনা।
১৮ নভেম্বর, ২০১৮ থেকে ১৬ জানুয়ারী ২০২২ পর্যন্ত টানা ৩৫ ম্যাচে অপরাজিত থেকে। তবে তাদের আগে ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ে ব্রাজিল (১৯৯৩-১৯৯৬) ও স্পেন (২০০৭-২০০৯)।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এএইচএস/   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।