ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

৯ নভেম্বর সাফ জয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, নভেম্বর ৩, ২০২২
৯ নভেম্বর সাফ জয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

উনিশ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ।

রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি। আগামী ৯ নভেম্বর মেয়েদের সংবর্ধণা দিবেন প্রধানমন্ত্রী।

সেদিন নিজ কার্যালয়ে সাফজয়ী ২৩ ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সময় কাটাবেন তাদের সঙ্গে। এ ছাড়া ফুটবলারসহ টিম ম্যানেজমেন্টের সঙ্গেও দেখা করবেন তিনি।  

আজ (৩ নভেম্বর) বৃহস্পতিবার সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘আগামী ৯ তারিখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ বাসভবনে সকাল ১০ ঘটিকায় সাফ জয়ী মেয়েদের সংর্বধনা প্রদান করবেন। সেটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সেখানে যাওয়ার জন্য জন্য প্রস্তুতি নিচ্ছি। ’

সংর্বধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের খেলোয়াড়দের কোনো পুরষ্কার দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এখনও কিছুই জানি না। তবে সেখানে যাওয়ার পর জানতে পারবো। ’ 

এর আগে বয়সভিত্তিক নারী সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুনামেন্টে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। সে সময় সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের সব খেলোয়াড়দের সংবর্ধনার  দিয়েছিল প্রধানমন্ত্রী। পরে নারী ফুটবল দলের প্রত্যেক সদস্য ও কর্মকর্তার হাতে ১ লাখ টাকা ও কিছু উপহার তুলে দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ