ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নেপালে বাংলাদেশ হাই কমিশনারের বাসভবনে সংবর্ধিত সাবিনারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
নেপালে বাংলাদেশ হাই কমিশনারের বাসভবনে সংবর্ধিত সাবিনারা

সাফ চ্যাম্পিয়শিপের শিরোপা জেতায় আয়োজক দেশ নেপালে বাংলাদেশ হাই কমিশনারের বাসভবনে সংবর্ধিত হয়েছে নারী ফুটবল দল।  

আজ নেপালে বাংলাদেশ হাইকমিশনার সালাউদ্দিন নোমান চৌধুরীর বাসভবনে হাজির হন সাবিনারা।

কাঠমান্ডুর বাংলাদেশ হাউজে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাগণ নৈশভোজে অংশগ্রহণ করেন।  

নৈশভোজের পরে সংক্ষিপ্ত বক্তব্যে সালাউদ্দিন নোমান চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা ও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় সবাইকে অভিনন্দন জানান। নৈশভোজে তিনি এবং তার পরিবারের সদস্যগণ ছাড়াও বাংলাদেশ হাই কমিশনে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।