ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সেমিফাইনালে এক চুলও ছাড় দেবে না বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
সেমিফাইনালে এক চুলও ছাড় দেবে না বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

এই মুহূর্তে তৃপ্তির ঢেঁকুর তুলতে চায় না ভারতকে হারানো বাংলাদেশ। তাদের লক্ষ্য সেমিফাইনালে ভুটানের বিপক্ষে জয়। ঐ ম্যাচে একচুলও ছাড় দিতে চান না বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

ম্যাচ বাই ম্যাচ খেলে জয় নিয়ে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাবু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছি। এটা নিয়ে আমরা আনন্দিত। তবে এই আনন্দ আমারা মাঠেই সীমাবদ্ধ রেখেছি। আজ আমরা ভারতের বিপক্ষে জয়ের কথা ভুলে অনুশীলনে নেমেছি। ভুটানের বিপক্ষে আমরা ভারতের মতই খেলতে চাই। ’

‘কোনও দলকেই সহজ ভাবে নেয়ার সুযোগ নেই। ভুটান নিজেদের খেলাটা খেলেই যোগ্যতার প্রমাণ দিয়ে সেমিফাইনালে উঠেছে। তাদের বিপক্ষে আমরা একচুলও ছাড় দিব না। ’

সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা আরও ভালো ফুটবল উপহার দিবেন বলে বিশ্বাস করেন আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘আমার বিশ্বাস আগামী ম্যাচে মেয়েরা আগের চাইতেও আরও ভালো ফুটবল উপহার দিবে। আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো সাপোর্ট দিচ্ছি। তাদের সব চাহিদা পূরণের চেষ্টা করছি। ভারতকে হারানোর পর সকলেই আমাদের অভিনন্দন জানাচ্ছে। দলের সকলেই একটা আনন্দের মধ্যে আছে। আমি বিশ্বাস করি এই আনন্দের ফলে আমরা আরও ভালো খেলতে পারবো। ’

‘আমি সকলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই। যেন আগামী ম্যাচে আমরা আরও ভালো খেলা উপহার দিতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।