ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফ্রি ট্রান্সফারে চার বছরের চুক্তিতে বার্সায় কেসিয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, জুলাই ৪, ২০২২
ফ্রি ট্রান্সফারে চার বছরের চুক্তিতে বার্সায় কেসিয়ে

চলতি দলবদল মৌসুমে প্রথম কোনো ফুটবলার হিসেবে আইভরি কোস্টের মিডফিল্ডার ফ্রাংক কেসিয়েকে দলে ভেড়াল বার্সেলোনা। এসি মিলান থেকে ফ্রি ট্রান্সফারে তিনি কাতালান শিবিরে যোগ দেন।

সোমবার (৪ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।

কেসিয়ের সঙ্গে চার বছরের জন্য চুক্তি করে বার্সেলোনা। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কাতালানদের হয়ে মাঠ মাতাবেন তিনি। আইভরি কোস্টের এই মিডফিল্ডারের রিলিস ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।

২০১৬-১৭ মৌসুমে আতালান্তার হয়ে নজর কাড়েন কেসিয়ে। পরের মৌসুমে ধারে তাকে দলে টানে এসি মিলান। দুই মৌসুম পর ২০১৯ স্থায়ীভাবে চুক্তি করে কেসিয়ের সঙ্গে। গত মৌসুমে মিলানের লিগ শিরোপা পুনরুদ্ধারে অবদান রাখেন তিনি। মিলানের হয়ে পাঁচ মৌসুমে ২২৪ ম্যাচে ৩৯ গোল আছে তার।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ