ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

কাতার বিশ্বকাপে থাকছে ২৬ জনের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জুন ২৪, ২০২২
কাতার বিশ্বকাপে থাকছে ২৬ জনের স্কোয়াড

গ্রীষ্মের বদলে এবার ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে শীতকালে। সময়ের পরিবর্তন ও করোনা ভাইরাস মহামারির কারণে এবার স্কোয়াডের আকার বাড়ানোর অনুমতি দিল ফিফা।

 

বিশ্বকাপে দলগুলো সাধারণত ২৩ জনের স্কোয়াড সাজাতে পারে। কিন্তু ফিফার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কাতারে প্রতি দল ২৬ জনের স্কোয়াড নিয়ে যেতে পারবে।  

খেলোয়াড় পরিবর্তনের নিয়মেও বদল এনেছে ফিফা। আগে এক দল ৩ জন করে বদলি খেলোয়াড় নামাতে পারতো। কিন্তু করোনা মহামারির কারণে সেই সংখ্যা পাঁচে নেওয়া হয়েছিল। তবে তা ছিল অস্থায়ীভাবে। কিন্তু কাতার বিশ্বকাপে তা স্থায়ী রূপ পাচ্ছে।

২০২২ বিশ্বকাপ শুরু হবে আগামী ২১ নভেম্বর এবং পর্দা নামবে ১৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।