ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

টাকা খরচে পিএসজিকে পাল্লা দেওয়ার হুমকি লিঁওর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ২২, ২০২২
টাকা খরচে পিএসজিকে পাল্লা দেওয়ার হুমকি লিঁওর

বিশ্বের মধ্যেই অন্যতম বড় ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁ। সাম্প্রতিক বছরগুলোতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে তারা।

দলবদলসহ সব জায়গাতেই নিজেদের ‘ধনী’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ক্লাবটি।  

তবে এবার পিএসজির সঙ্গে টাকা খরচের দিক থেকে পাল্লা দেওয়ার হুমকি দিয়েছে ফ্রান্সেরই আরেক ক্লাব লিওঁ। ক্লাবটির নতুন আমেরিকান মালিক জন টেক্সটর জানিয়েছেন, ক্লাবের জন্য খরচ করতে তৈরি তিনি।  

তিনি বলেছেন, ‘আমি পিএসজির মডেল পছন্দ করি না। এমনিতে তারা দারুণ দল, যাই হোক না কেন দারুণ সব অ্যাথলেট, আমরা সবাই তাদের পছন্দ করি। আমার মনে হয় কয়েক বছর পর আমরা তাদের উপরে যাবো। আমরা এখানে ট্রফি জিতবো। কাতারের আমিরের মতো আমাদেরও ক্লাবের জন্য পুঁজি আছে। ’

২০০৮ সালে সর্বশেষ লিগ শিরোপা ঘরে তুলেছিল লিঁও। এরপর থেকেই উত্থান শুরু পিএসজির। চলতি বছরও লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে তারা। লিওঁ হয়েছে অষ্টম।  

ক্লাবটির নতুন মালিক টেক্সটর একজন আমেরিকান ব্যবসায়ী। ফুবু টিভির নির্বাহী চেয়ারম্যান তিনি। ক্লাবে নতুন করে আরও ৮৬ মিলিয়ন অর্থ যোগ করবেন টেক্সটর। ক্লাবের মূল্য তাতে দাঁড়াবে প্রায় ৮০০ মিলিয়ন। টেক্সটর বিনোয়োগ করবেন লিঁওর নারী দলেও।

বাংলাদেশ সময় : ১৬১১, জুন ২২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।