ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

ডিফেন্সে সন্তুষ্ট নন ইয়াসিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ৯, ২০২২
ডিফেন্সে সন্তুষ্ট নন ইয়াসিন ছবি : শোয়েব মিথুন

এএফসি এশিয়ান কাপ ২০২৩ কোয়ালিফায়ার' এ প্রথম ম্যাচে বাহরাইনর বিপক্ষে ২-০ গোলে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের আগে অনুশীলনে রক্ষণে বেশি নজর দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।

তবে ম্যাচে রক্ষনে আরও বেশি ভালো করতে পারতেন বলে মনে করেন দলের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত।

১১ জুন দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে ম্যাচটি আয়োজিত হবে।

দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন ইয়াসিন। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন তিনি। ইয়াসিন বলেন, ‘প্রথম ম্যাচে ডিফেন্সে আমারা আরও ভালো করতে পারতাম। ডিফেন্ডার হিসেবে আমাদেরর প্রত্যাশা পূরণ হয়নি। আগামী ম্যাচে আমাদের আরও ভালো করার সুযোগ রয়েছে। ’

‘আমরা দুটি সেট পিস থেকে গোল হজম করেছি। ডিফেন্সে আমরা এমনিতে কমপ্যাক্ট ছিলাম। আগামী ম্যাচে আমাদের আরও ভালো খেলতে হবে। আমাদের আরও ভালো খেলার যোগ্যতা রয়েছে। ’

মাঠে নিজেদের পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি বলে জানিয়েছেন ইয়াসিন। তিনি বলেন, ‘ম্যাচের পর আমাদের কোচের সঙ্গে কথা হয়েছে। কোচ এই বিষয়টি ইতিবাচক হিসেবেই নিয়েছেন। তারা র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। প্রথমার্ধে আমরা পুরোপুরি পরিকল্পনা অনুযায়ি খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা পরিকল্পনা মত খেলতে পেরেছি। ’

আজ ০৯ জুন তারিখে পিএএনএস স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে যে সব খেলোয়াড় ৬০ মিনিটের বেশি খেলেছে তাদেরকে নিয়ে আজ রিকোভারি সেশন এবং বাকি খেলোয়াড়দের কে নিয়ে নরমাল প্রাক্টিস সেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯, জুন ৯, ২০২২
এআর/এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।