ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

‘বিশ্বকাপ ট্রফি দেখে যেন আকাঙ্ক্ষা জন্মে’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ৮, ২০২২
‘বিশ্বকাপ ট্রফি দেখে যেন আকাঙ্ক্ষা জন্মে’ ছবি: শোয়েব মিথুন

ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত খেলতে পারেনি বাংলাদেশ। সেই স্বপ্ন ঠিক কবে পূরণ হবে ফুটবল বিধাতাই জানে।

ফুটবলের সোনালি সময় পেরিয়ে আসা বাংলাদেশ এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে।  

ফুটবলারদের মধ্যে ফুটবল বিশ্বকাপের আকর্ষণ বাড়ানোর লক্ষ্যে, বিশ্বকাপের মঞ্চে নিজেদের দেখার স্বপ্ন বোনার জন্য সোনালি ট্রফি বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সে চেষ্টায় সফল বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

স্বপ্নের ট্রফি আসার পর বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং ফিফার পক্ষ থেকে ট্রফি ট্যুরের প্রধান মিস সারা গান্দোনি। যেখানে বাফুফে সভাপতি জানিয়েছেন, ফুটবলারদের মধ্যে বিশ্বকাপের আকর্ষণ বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে বাফুফে।  

কাজী সালাউদ্দিন বলেন, ‘ফুটবলার-কোচদের এই বিশ্বকাপের প্রতি যেন আকর্ষণ আসে, অনুপ্রেরণা পায়; সেই লক্ষ্যেই আমরা অনেক চেষ্টা করে দেশে বিশ্বকাপ এনেছি। দর্শকদের জন্যও বিশ্বকাপ দেখার সুযোগ থাকছে। ট্রফি দেখে যেন সবার আকাঙ্ক্ষা আরও বাড়ে এজন্যই ট্রফি দেশে আনা। ’

‘ফুটবলার এবং ইয়াং জেনারেশনের মধ্যে ইমপ্যাক্ট ফেলার জন্যই বিশ্বকাপ এদেশে আনা। বিশ্বের ২১১টা দেশের মধ্যে ৫১টি দেশে এই বিশ্বকাপের ট্রফিটি যাবে। সেখানে অনেক যুদ্ধ করেই আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে খেলার আগ্রহ বাড়ানোর জন্য আমরা এই চেষ্টা করেছি। ’

এদিকে ফিফার ট্রফি ট্যুরের প্রধান মিস সারা গান্দোনি আশা করছেন, ফুটবল বিশ্বকাপের জাদুতে মাতোয়ারা হবে বাংলাদেশিরা। তিনি বলেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই। আমরা জানি, বাংলাদেশ আসলে ফুটবলের প্রতি ভীষণ অনুরাগী। সে কারণে আমরা আবার এই দেশে ফিফা ওয়ার্ল্ড কাপ আনতে পেরে দারুণ খুশি। আমরা আশা করছি সবাই এই ট্রফির জাদুতে মুগ্ধ হবে। ’

১২ মে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের এই শিরোপা বিশ্বের ৫১টি দেশে সফরে বেরিয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে এই শিরোপা। এরপর বাংলাদেশ থেকে যাবে পূর্ব তিমুরে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।