ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, মে ১৩, ২০২২
রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা

লা লিগায় বৃহস্পতিবার ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে লেভান্তেকে ৬-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ একটি গোল পেয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা।

এই গোলের ফলে ৩২৩ গোল নিয়ে রাউল গঞ্জালেসের সঙ্গে যৌথভাবে ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোল দাতার আসনে বসেছেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খুব দ্রুতই রাউলকে ছাড়িয়ে একক ভাবে দ্বিতীয় স্থান দখল করতে পারবেন বেনজেমা এমনটা বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম স্থানে থাকা রোনালদোর চাইতে অনেকটাই পিছিয়ে রয়েছেন বেনজেমা। বাস্তবতার হিসেবে এই ব্যবধান ঘোচানো অনেকটাই অসম্ভব।

লা লিগায় এবারের মৌসুমে ২৭ গোল করেছেন বেনজেমা। এছাড় সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৪৩ গোল করেছেন দলের সেরা স্ট্রাইকার। ইতোমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত করা রিয়ালের লক্ষ্য এখন ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয় করা।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মে ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।