ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

চেলসির মাঠে আর্সেনালের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
চেলসির মাঠে আর্সেনালের রোমাঞ্চকর জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখিয়ে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল। রোমাঞ্চকর ম্যাচটিতে ৪-২ ব্যবধানে জয়লাভ করে গানাররা।

দলটির হয়ে জোড়া গোল করেন এডি এনকেটিয়া। বাকি দুটি গোল করেন স্মিথ রোয়ে ও বুকায়ো সাকা। চেলসির হয়ে দুই গোল করেন টিমো ভেরনার ও সেসার আসপিলিকুয়েতা।

বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। চেলসির রক্ষণভাগের ভুলে বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এনকেটিয়া। চার মিনিট পরেই সমতায় ফেরে ব্লুজরা। বক্সের সামনে থেকে ভেরনারের গতির শট আর্সেনাল ডিফেন্ডার হোয়াইটের গায়ে লেগে দিক বদলে বল জালে জড়ায়।  

২৭তম মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। দলীয় আক্রমণে উঠে বক্সের সামনে থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার স্মিথ রোয়ে। আর্সেনালের লিড বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি চেলসি। ৩২ মিনিটে আবারও সমতায় ফেরে তারা। বাম প্রান্ত থেকে ম্যাসন মাউন্টের ক্রসে গোলমুখে পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার আসপিলিকুয়েতা।

৫৩তম মিনিটে তৃতীয়বারের মত এগিয়ে যায় আর্সেনাল। দারুণ গোলে আর্সেনালকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজের জোড়া গোল পূরণ করেন এনকেটিয়া। চেলসির বিপক্ষে ২০১১ সালের পর আর্সেনালের কোনো ফুটবলার এই প্রথম জোড়া গোল করলেন। ২০১১ সালে ব্লুজদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রবিন ভ্যান পারসি। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা দুই মিনিটের মাথায় বুকায়ো সাকার পেনাল্টি গোল আর্সেনালকে এনে দেয় বড় জয়।

৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানেই থাকল চেলসি। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।