ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

বেনজেমার দুই পেনাল্টি মিসের পরও রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
বেনজেমার দুই পেনাল্টি মিসের পরও রিয়ালের বড় জয়

সাত মিনিটের ব্যবধানে দুবার পেনাল্টি মিস করলেন দলের সেরা তারকা করিম বেনজেমা। তবে সতীর্থদের কল্যাণে ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ লা লিগায় বুধবার রাতে লস ব্লাংকোদের হয়ে গোল করেছেন ডেভিড আলাবা, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেস। ওসাসুনার এক গোল শোধ দেন বুদিমির।

ওসাসুনার মাঠে এদিন ম্যাচের ১২তম মিনিটে আলাবার গোলে এগিয়ে যায় রিয়াল। দানি সেবাওয়সের তুলে দেওয়া বল করিম বেনজেমার কাটব্যাক থেকে আলাবার প্রথম দফার শট ওসাসুনা গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বলে আচমকা শট জাল খুঁজে নেয়। তবে পরের মিনিটেই সমতায় ফেরে ওসাসুনা। ডান প্রান্ত থেকে আভিলার দারুণ ক্রস দুরের পোস্টে ফাকা থাকা অ্যান্তে বুদিমির পা লাগিয়ে বল জালে জড়ান।

প্রথমার্ধের শেষ মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। ওসাসুনার বক্সের সাননে থেকে কামাভিঙ্গার তুলে দেওয়া বল পোস্টের বা প্রান্তে স্লাইডে গোল মুখে শট নেন সেবাওস কিন্তু তার শট গোলকিপার হেরেইরা ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন আসেনসিও।

বিরতির পরই পেনাল্টি পেয়েছিল রিয়াল, কিন্তু স্পট কিকে কাজে লাগাতে ব্যর্থ হন বেনজেমা। এরপর ৫৯ মিনিটে আবারও পেনাল্টি পায় রিয়াল, এবারও গোল করতে ব্যর্থ হন ফরাসি এই স্ট্রাইকার।  

ব্যবধানে বাড়াতে আক্রমণে ধার বাড়ায় রিয়াল। বেশ কয়েকবার ওসাসুনার রক্ষণে হানা দেয় বেনজিমা, আসেনসিওরা। শেষ মুহূর্তে লুকাস ভাসকেসের গোল বড় জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের।

লিগে ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের আরও কাছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে ওসাসুনা। ৩৩ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ এবং ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।