ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

এল ক্লাসিকো

প্রথমার্ধে রিয়ালের বিপক্ষে ২ গোলে এগিয়ে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৪, মার্চ ২১, ২০২২
প্রথমার্ধে রিয়ালের বিপক্ষে ২ গোলে এগিয়ে বার্সা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে বার্সেলোনা। লা লিগার ম্যাচে বার্সার হয়ে একটি করে গোল করেন পিয়েরে-এমরিক আউবামেয়াং ও রোনালদ আরাউহো।

রোববার বাংলাদেশ সময় রাত ২টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয় দুদল। লা লিগা দুদলের প্রথম দেখায় বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল ২-১ গোলে জিতেছিল।

এদিন অবশ্য শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। আর ২৯তম মিনিটে দলকে লিড এনে দেন এই মৌসুমেই আর্সেনাল থেকে বার্সায় যোগ দেওয়া আউবামেয়াং।  উসমান দেম্বেলের ক্রস থেকে হেডের মাধ্যমে রিয়াল গোলকিপার কোর্তোয়াকে পরাস্থ করেন এই ফরোয়ার্ড।

খেলার ৩৮তম মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন আরাউহো। এবারও গোলে সহায়তা করেন দেম্বেলে। ফরাসি এই তারকার কর্নার থেকে হেডে গোল করেন আরাউহো।  

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।