ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ম্যানসিটির আরও কাছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
ম্যানসিটির আরও কাছে লিভারপুল সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়রথ ছুটছেই। সর্বশেষ তারা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে দূরত্বটা আরও কমিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইয়ুর্গেন ক্লপের দল।

শনিবার রাতে অ্যানফিল্ডে ১-০ গোলে জিতেছে লিভারপুল। স্বাগতিকদেরদের একমাত্র গোলদাতা সাদিও মানে। স্বস্তির জয়ে সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনল অল রেডরা।  

ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়েছে লিভারপুল। একের পর এক আক্রমণ করে গোল আদায় করেছে দ্রুত। ২৭তম মিনিটে সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানের গোলে এগিয়ে যায় ক্লপের দল। শুরুর ৪৫ মিনিটে তেমন প্রতিরোধই গড়তে পারেনি ওয়েস্ট হ্যাম।  

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। সুযোগ পেয়েছিল ওয়েস্ট হ্যামও কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচে ৬৯ ভাগ বল দখল ছিল লিভারপুলের পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২২টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র পাঁচটি। অন্যদিকে ওয়েস্ট হ্যাম ১৩ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখলেও জালের খোঁজ পায়নি।

২৭ ম্যাচে ১৯ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল লিভারপুল। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ওয়েস্ট হ্যাম।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।