ঢাকা, মঙ্গলবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ মে ২০২৩, ১০ জিলকদ ১৪৪৪

ফুটবল

লিভারপুলকে জেতালেন ফাবিনহো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
লিভারপুলকে জেতালেন ফাবিনহো

দলের সেরা তারকা মোহামেদ সালাহ ও সাদিও মানের বিবর্ণ দিনে লিভারপুলকে জয় এনে দিলেন ফাবিনহো। বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের এ জয় লিভারপুল টানা চার জয়।

বার্নলি নিজেদের মাঠে শুরু থেকে উজ্জীবিত ফুটবলের পসরা মেলে ধরে। গোলের সুযোগও পায় তারা, কিন্তু আলিসন বাধা পেরুতে পারেনি। উল্টো ৪০তম মিনিটে গোলের দেখা পায় ‘অলরেড’ খ্যাত দলটি।  

অ্যালেক্সান্ডার-আর্নল্ডের কর্নারে সাদিও মানের ফ্লিক হেডে জটলার মধ্যে বল পেয়ে যান ফাবিনহো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের প্রথম শট পোপের গায়ে লেগে ফিরে। ফিরতি টোকা খুঁজে পায় ঠিকানা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে শেষ সাত ম্যাচে এটি ফাবিনহোর পঞ্চম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্নলি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেন মি, ব্রাউনহিলরা পারেননি সমতাসূচক গোল এনে দিতে। এরপর সময় যত গড়িয়েছে, দুই দলের খেলার গতি, আক্রমণের ধার ততই কমতে থাকে।

এ জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে লিভারপুলের ব্যবধান কমে এসেছে ৯ পয়েন্টে। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৫৪।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa