ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি বার্সা-রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে ফুটবলপ্রেমীরা। একসময় এ দুই দলের মধ্যকার লড়াই দেখতে মানুষের আগ্রহের কমতি ছিল না।

তবে মেসি-রোনালদো ক্লাব ছাড়ার পর অবশ্য কিছুটা কমে এসেছে এ জনপ্রিয়তা। তবে এখনও অনেকাংশে রয়ে গেছে মানুষের রিয়াল-বার্সা ম্যাচ দেখার দ্বৈরথ। এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে তারা।

সোমবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে উয়েফা উইমেন্স চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। ড্রয়ে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হবে। স্প্যানিশ লা লিগার দুই দল বার্সালোনা এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি।

উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগে কোনো দ্বিতীয় রাউন্ড নেই। গ্রুপ পর্বের পরই হয় কোয়ার্টার ফাইনাল। চার গ্রুপ থেকে আটটি দল উঠেছে কোয়ার্টার ফাইনালে।

একজনরে কোয়ার্টার ফাইনালের লাইনআপ: 

  • বার্সালোনা-রিয়াল মাদ্রিদ
  • পিএসজি-বায়ার্ন মিউনিখ
  • জুভেন্টাস-লিওঁ
  • আর্সেনাল-উলফসবার্গ

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।