ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

শেষের গোলে বার্সার নাটকীয় জয়  

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
শেষের গোলে বার্সার নাটকীয় জয়  

শুরুতে দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল এলচে। তবে শেষ দিকের গোলে নাটকীয় জয় তুলে নিল বার্সেলোনা।

সবমিলিয়ে তিন ম্যাচ পর জয়ের মুখ দেখলো জাভি হার্নান্দেসের দল।  

শনিবার ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।  

ফেররান হুতগ্লার গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন গাভি। দ্বিতীয়ার্ধে এক মিনিটের ব্যবধানে তেতে মরেন্তে ও পেরে মিইয়া গোল করলে আবারও পয়েন্ট হারানোর শঙ্কা জাগে বার্সেলানা। তবে শেষ দিকে নিকোলাস গনসালেসের লক্ষ্যভেদে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

প্রথম ২০ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ষোড়শ মিনিটে উসমান দেম্বেলের কর্নারে নেওয়া হেডে বল জালে পাঠান এই প্রথম লা লিগায় শুরুর একাদশে সুযোগ পাওয়া ফেররান হুতগ্লা। তিন মিনিট পর একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ১৭ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার গাভি।

দ্বিতীয়ার্ধের শুরু দিকে বার্সেলোনাকে হতভম্ব করে দুই মিনিটেই দুই গোল শোধ করে ফেলে এলচে। ৬২তম মিনিটে ডি-বক্সে ঢুকে ডান পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন মরেন্তো। পরের মিনিটে মরেন্তোর দারুণ ক্রসে ফাঁকায় বল পেয়ে হেডে সমতা ফেরান পেরে মিইয়া।

৭২তম মিনিটে হুতগ্লাকে তুলে গনসালেসকে নামান বার্সা কোচ জাভি। ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে দলের জয়সূচক গোল এনে দেন।

১৭ ম্যাচে ৭ জয় ও ৬ ড্রয়ে ছয় ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে বার্সা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এলচে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।