ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

বেঞ্চে গিয়ে নেইমারের উপর রাগ ঝাড়লেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, সেপ্টেম্বর ২৭, ২০২১
বেঞ্চে গিয়ে নেইমারের উপর রাগ ঝাড়লেন এমবাপ্পে

লিগ ওয়ানে শনিবার রাতে মোঁপেলিয়েকে ২-০ গোলে হারায় পিএসজি। ম্যাচ জিতলেও দলের তরুণ ফরোয়ার্ড এমবাপ্পেকে দেখা গেছে রাগ নিয়ে মাঠ থেকে উঠতে।

ফরাসি এ ফরোয়ার্ডকে ক্যামেরাবন্দি করার সময় দেখা গিয়েছে নেইমারকে উদ্দেশ্য করে রাগ দেখিয়েছেন তিনি।

ঘরের মাঠে খেলতে নেমে ইদ্রিসা গেয়ির গোলে প্রথমেই এগিয়ে থাকে পিএসজি। বিরতির পর গেয়ির বদলি হয়ে নেমে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সহায়তায় ব্যবধান দ্বিগুন করেন জুলিয়ান ড্রাক্সলার। বেঞ্চে থাকা গেয়িকে নেইমারের বিরুদ্ধে অভিযোগ করেছিল এমবাপ্পে। যা ক্যামেরায় ধরা পড়েছিলো।  

ফরাসি এ তারকার মুখভঙ্গিতে বোঝা যায়। তিনি বলেছিলেন, ‘নেইমার আমাকে পাস দেয় না। ’ একথা বলে নিজের রাগ প্রকাশ করেন তিনি।  

অথচ ৮৮মিনিট মাঠে থেকে গোল করার ৩টি পরিস্কার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। এ ম্যাচসহ এ মৌসুমের শেষ চার ম্যাচে কোনো গোলের দেখা পায়নি ফরাসি এ ফরোয়ার্ড।   

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ