ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে পয়েন্ট খোয়ালো শেখ জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, আগস্ট ২১, ২০২১
প্রিমিয়ার লিগে পয়েন্ট খোয়ালো শেখ জামাল

প্রিমিয়ার লিগে টানা দুই জয়ের পর পয়েন্ট হারালো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তবে জয় হাতছাড়া হলেও রানার্সআপ হওয়ার লড়াইয়ে ঠিকই এগিয়ে আছে দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল।

খেলার শুরু থেকে ব্রাদার্সের রক্ষণে চাপ দেয় শেখ জামাল। এর মধ্যে চতুর্থ মিনিটে ওমর জোবের কোনাকুণি শট ঝাঁপিয়ে পড়ে ফেরান ব্রাদার্সের গোলরক্ষক। একাদশ মিনিটে এই গাম্বিয়ান ফরোয়ার্ডের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করে দুই দল। কিন্তু কারো ভাগ্যে মেলেনি সাফল্য।  

এখন পর্যন্ত ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের রানার্সআপ হওয়ার দৌড়ে আছে আবাহনী লিমিটেড। আর আগেই অবনমিত হয়ে গেছে ২২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে দ্বাদশ স্থানে থাকা ব্রাদার্স।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।