ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

মহাকাশ স্টেশনেও ইউরোর ম্যাচ দেখছেন নভোচারীরা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৫, ২০২১
মহাকাশ স্টেশনেও ইউরোর ম্যাচ দেখছেন নভোচারীরা! সংগৃহীত ছবি

চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উত্তেজনা পৃথিবীর বাইরেও ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীরাও সেখানে বসেই প্রিয় দলের ম্যাচ উপভোগ করছেন।

বৃহস্পতিবার ইএসপিএন এফসির ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি ছবি শেয়ার করা হয়েছে।

ছবিতে দেখা যায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি কক্ষে বসে আছেন (মূলত হেলান দিয়ে ভেসে আছেন) ফরাসি নভোচারী থমাস পেসকুইট। আর তার সামনেই একটি পর্দায় চলছে ফ্রান্স-পর্তুগালের ম্যাচ।

বুধবার রাতে চলমান ইউরোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও পর্তুগাল। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ২-২ ড্রয়ে শেষ হয় এবং দুই দলই শেষ ষোলোয় পা রাখে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।