ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

শিরোপা দৌড়ে টিকে রইলো বার্সা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, মে ৩, ২০২১
শিরোপা দৌড়ে টিকে রইলো বার্সা

লিওনেল মেসির জোড়া গোলে স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল।

দলের হয়ে অপর গোলটি করেন আঁতোয়া গ্রিজম্যান।

ভ্যালেন্সিরার মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি, পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫০তম মিনিটে গাব্রিয়েল পাউলিস্তার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৫৭তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান মেসি। এর ৬মিনিট পর গোল করেন বার্সার ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান।

ম্যাচের ৬৯ তম মিনিটে আবারো গোল করে ব্যবধান ৩-১ করে দেন মেসি। তবে ৮৩তম মিনিটে গোল করে ব্যবধান কমান কার্লোস সলের। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।

এই ম্যচে জয়ের ফলে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।