ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

শেষ মুহূর্তের গোল হজমে জয় পায়নি লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
শেষ মুহূর্তের গোল হজমে জয় পায়নি লিভারপুল

প্রায় পুরো ম্যাচে আধিপত্য দেখানো লিভারপুল শেষদিকে গোল হমজ করে জয় বঞ্চিত রইল। ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

সাদিও মানে লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন দিয়েগো ইয়োরেন্তে।

লিডসের মাঠে এদিন ৩১তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। দিয়েগো জোতা ডি-বক্সের সামনে বল বাড়ান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের উদ্দেশে। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ইংলিশ এই ডিফেন্ডার প্রথম ছোঁয়ায় পাস দেন মানেকে। সহজেই ফাঁকা জালে বল পাঠান সেনেগালের ফরোয়ার্ড।

কিন্তু দ্বিতীয়ার্ধের শেষে (৮৭তম মিনিট) সতীর্থের কর্নারে হেডে সমতা ফেরান ইয়োরেন্তে। উল্লাসে মাতে স্বাগতিকরা।

৩২ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে লিডস। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি। ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড চারে, ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চেলসি পাঁচে আছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।