ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নেপাল পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
নেপাল পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল ছবি: শোয়েব মিথুন

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নেপাল পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।  

বৃহস্পতিবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে জানিয়েছে, বৃহস্পতিবার নেপালের স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে নেপালে পৌঁছেছে জেমি ডের দল। কাঠমান্ডুর সোলাতে ক্রাউন প্লাজা হোটেলে অবস্থান করবে দল।  

শেষ মুহূর্তে করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসায় ২৫ জনের চূড়ান্ত দলের সঙ্গে যেতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। ফলে জেমি ডের সঙ্গী হয়েছেন ২৪ জন খেলোয়াড়। তবে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার একদিন পর দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসায় সঙ্গী হয়েছেন উইঙ্গার রাকিব হোসেন।

কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই তিন জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ২৩ মার্চ। স্বাগতিক নেপাল ছাড়াও বাকি দু’দল হলো বাংলাদেশ ও কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দল।

আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে। ২৭ মার্চ জেমি ডে’র দল দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। আসরের সর্বোচ্চ পয়েন্টে এগিয়ে থাকা দু’দল খেলবে ২৯ মার্চের ফাইনালে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।