ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

চলে গেলেন লিভারপুলের সাবেক কোচ জেরার্ড হুলিয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, ডিসেম্বর ১৪, ২০২০
চলে গেলেন লিভারপুলের সাবেক কোচ জেরার্ড হুলিয়ের

সাম্প্রতিক সময়ে দিয়েগো ম্যারাডোনা, পাওলো রস্সি ও আলেহান্দ্র সাবেইয়ার মতো হেভিওয়েট ফুটবল ব্যক্তিত্বকে হারিয়েছে বিশ্ব। এবার এই কাতারে যোগ দিলেন লিভারপুলের সাবেক কোচ জেরার্ড হুলিয়ের।

৭৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন এই ফরাসি তারকা।

হুলিয়ের ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লিভারপুলের কোচ থাকাকালীন অলরেডসদের পাঁচটি মেজর ট্রফি জেতান। যেখানে এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা কাপ ট্রেবল ছিল ২০০০-০১ মৌসুমে।

ইংলিশ ক্লাব লিভারপুল ছাড়াও হুলিয়ের লেনস, পিএসজি ও ফ্রান্স জাতীয় দলেরও কোচিং করান। অ্যানফিল্ড ছাড়ার পর লিওঁর হয়ে দুটি লিগ ওয়ান শিরোপাও জেতেন।

সর্বশেষ ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বস ছিলেন হুলিয়ের। তবে ২০১১ সালে ৯ মাসের চাকুরি শেষে হার্টের সমম্যার কারণে ইস্তফা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।