ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

করোনায় আক্রান্ত বার্সার রোবের্তো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
করোনায় আক্রান্ত বার্সার রোবের্তো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সার্জিও রোবের্তে। এমনটি নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা।

তবে ইনজুরির কারণে সিনিয়র দলের সঙ্গে না থাকায় অন্যদের ঝুঁকি দেখছেন না এই স্প্যানিশ মিডফিল্ডার।

এর আগে লা লিগার ম্যাচে অ্যাতলেটিকোর বিপক্ষে খেলতে গিয়ে পেশির চোটে পড়েন রোবের্তো। যেখানে তাকে ৮ সপ্তাহের লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। তবে সেই ইনজুরির ১০ দিন পরেই তার শরীরে করোনা শনাক্ত হলো।

এনিয়ে বার্সার চতুর্থ ফুটবলার হিসেবে করোনা আক্রান্ত হলেন রোবের্তে। এর আগে জেন-ক্লাইর তোদিবো, স্যামুয়েল উমতিতি ও মিরালেম পিয়ানিচ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad