ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পযর্ন্ত জার্মানির কোচ থাকছেন জোয়াকিম লো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পযর্ন্ত জার্মানির কোচ থাকছেন জোয়াকিম লো জোয়াকিম লো

আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন জোয়াকিম লো। সোমবার (৩০ নভেম্বর) এক টেলিকনফারেন্সে এমন ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

 

ডিএফবি’র নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে লো’র ওপর বিশ্বাস রাখছেন। এমনিতে ৬০ বছর বয়সী কোচের সঙ্গে ২০২২ সাল পযর্ন্ত চুক্তি আছে।  

গত মাসে উয়েফা নেশন্স লিগে স্পেনের বিপক্ষে ৬-০ গোলের লজ্জাজনক পরাজয়ের পর লো’র ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। তবে আপাতত নতুন কোনো কোচের সন্ধানে না গিয়ে ২০১৪ সালে জার্মানদের বিশ্বকাপ জেতানো কোচের ওপর আস্থা রাখছে ডিএফবি।  

২০০৬ সাল থেকে জার্মান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জোয়াকিম লো।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।