ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

চিরনিদ্রায় শায়িত ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
চিরনিদ্রায় শায়িত ম্যারাডোনা ম্যারাডোনার কফিন

পুরো বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ছিয়াশির মহানায়ক দিয়েগো ম্যারাডোনা। ।

বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ হার্ট-অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ মরণোত্তর সম্মান প্রদর্শনের পর স্থানীয় সময় সন্ধ্যার পর তার মা-বাবার পাশে সমাহিত করা হয় ম্যারাডোনার মরদেহ।  

খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।  

মৃত্যুর একদিন পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে এক ছোট অনুষ্ঠানে সমাহিত করা হয় ম্যারাডোনাকে। ফুটবল ঈশ্বরের অন্ত্যষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন আত্মীয় ও বন্ধুসহ কেবল দুই ডজন লোক।  

ম্যারাডোনা চিরনিদ্রায় শায়িত

তবে তার আগে ম্যারাডোনাকে সম্মান জানাতে জনতার ঢল নামে রাস্তায়। অনেকে কেঁদে, বাতাসে চুমু ছুঁড়ে দিয়ে এবং কফিনকে সামনে রেখে প্রার্থনায় বসে। জনতাকে সামলাতে হিমশিম খেতে হয় দেশটির পুলিশদের।  

ম্যারাডোনাকে সমাহিত করা হয় তার জন্মস্থান বুয়েন্স আইরেসের উপকণ্ঠে অবস্থিত বেলা ভিস্তা সমাধিস্থলে। এখানে ম্যারাডোনার বাবা দিয়েগো ম্যারাডোনা চিতোরো (১৯২৭-২০১৫) এবং মা মা দালমা সালভাদোরা ফ্রান্স ‘কেও  (১৯৩০-২০১১) সমাহিত করা হয়েছিল। এবার তাদেরই পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ম্যারাডোনা (১৯৬০-২০২০)।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad