ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

মাগুরা: মাগুরা সদর উপজেলা পরিষদের শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উপজেলা সম্মেলন কক্ষে শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রাফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজোয়ান আহমেদ, সদর এসি ল্যান্ড পাপিয়া আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী সঞ্জয় জামান বিপু, জনতা ব্যাংক মাগুরা জেলা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, ভায়না ক্রিকেট একাডেমির সভাপতি আরিফ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, আগামী ১ নভেম্বর সদর উপজেলার আলোকদিয়া স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ১৩টি দল অংশ নেবে। উপজেলার আলোকদিয়া, রাউতাড়া, গাবতলা বাজার, শ্রীরামপুর, শত্রুজিৎপুর স্কুল মাঠে প্রথম ও দ্বিতীয় পর্বের খেলা শেষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আগামী ২১ নভেম্বর ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।