ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

সৈয়দপুরে প্রীতি ফুটবলে পার্বতীপুর কেলোকা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
সৈয়দপুরে প্রীতি ফুটবলে পার্বতীপুর কেলোকা জয়ী

নীলফামারী: রেলওয়ের প্রীতি ফুটবল প্রতিযোগিতায় সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থাকে হারিয়ে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ (কেলোকা) দল ১-০ গোলে জয়ী হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে স্টেডিয়ামে ওই প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দুই পক্ষের খেলোয়াড়েরা একে অন্য দলের প্রতি ব্যাপক চাপ প্রয়োগের মাধ্যমে অংশ নেন। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় পার্বতীপুর কেলোকা দল। পরে একাধিক আক্রমণের সুযোগ পেয়েও গোল পরিশোধে ব্যর্থ হয় সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা।

প্রীতি ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শাহ সুফী নুর মোহাম্মদ ও সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক (ডাব্লুএম) শেখ হাসানুজ্জামান। সভাপতিত্ব করেন উৎপাদন প্রকৌশলী মো. শাহিনুল হক। এ সময় জ্যেষ্ঠ খেলোয়াড় সাইফুল ইসলাম ফেয়ারপ্লে পুরস্কার দেওয়া হয়। শেষে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।