ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

মেসি বার্সাকে ধুয়ে দেওয়ায় গর্বিত সুয়ারেস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
মেসি বার্সাকে ধুয়ে দেওয়ায় গর্বিত সুয়ারেস মেসি ও সুয়ারেস

দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেসকে বার্সেলোনা যেভাবে ‘লাথি মেরে’ বের করে দিয়েছে তা মেনে নিতে পারেননি লিওনেল মেসি। উরুগুইয়ান ফরোয়ার্ডকে এক আবেগী বিদায় বার্তা দেওয়ার পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষকে ধুয়ে দেন ক্যাম্প ন্যুয়ের আর্জেন্টাইন অধিনায়ক।

 

নিজের সঙ্গে যা হয়েছে তা কষ্টদায়কই বটে সুয়ারেসের জন্য। তবে বন্ধু মেসির সমর্থন পেয়ে গর্ববোধ করছেন অ্যাতলেটিকো মাদ্রিদে নাম লেখানো তারকা। এলএমটেনের ইতিবাচক মনোভাব দেখে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘লিও আমাকে ভাল জানে এবং আমার প্রতি তার দৃঢ়বিশ্বাস আছে। তার মতো একজনের সমর্থন পাওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি এখনও এগিয়ে চলেছি এবং প্রতিযোগিতায় থাকতে পারাটা আমার জন্য প্রেরণার। ’ 

বার্সার জার্সিতে দীর্ঘ ৬ বছরে ১৩টি শিরোপা জিতেছেন সুয়ারেস। তিনি অ্যাতলেটিকোতে যোগ দিয়েছেন ৬ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি’তে। কাতালানদের হয়ে গত মৌসুমে ৩৬ ম্যাচে ২১ গোল করেছেন ৩৩ বছর বয়সী তারকা। কিন্তু রোনাল্ড কোম্যান ক্যাম্প ন্যুয়ে নতুন কোচ হিসেবে আসার পর সরাসরি জানিয়ে দেন, সুয়ারেসকে তার পরিকল্পনায় না রাখার কথা।  

যার কারণে নতুন ঠিকানা খুঁজে নিতে হয়েছে সুয়ারেসকে। শুরুতে তার জুভেন্টাসে যাওয়ার কথা থাকলেও বিভিন্ন ঝামেলার কারণে তুরিনে যাওয়া হয়নি। তবে স্পেনের আরেক জায়ান্ট অ্যাতলেটিকোতে যোগ দেওয়ার মধ্যে প্রেরণা খুঁজে পাচ্ছেন সুয়ারেস, ‘স্পেনের আরেক সেরা ক্লাব অ্যাতলেটিতে যাওয়াটা প্রেরণার। এই ক্লাবে সেরা খেলোয়াড়রা আছে। তারা প্রতিযোগীতামূলক এবং লিগের শীর্ষস্থানীয়। ক্লাবটির সমর্থক এবং কোচ (দিয়েগো সিমিওনে) আমাকে প্রচুর প্রেরণা যোগাচ্ছে। ’ 

সুয়ারেসকে যেভাবে ছুঁড়ে ফেলেছে তার প্রতি নাখোশ মেসি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্রভাবে বিরক্তি প্রকাশ করেন বার্সার ওপর। নিজের ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘তারা তোমাকে বের করে দেওয়ার জন্য যা করেছে তার জন্য নয়, তবে সত্য হলো এর কোনোকিছুই আমাকে আশ্চর্য করেনি। ’ 

মেসি আরও লেখেন, ‘তোমাকে যেভাবে লাথি মেরে বের করে দেওয়া হলো, তা তোমার প্রাপ্য ছিল না। তুমি ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। দলের অংশ হয়ে এবং ব্যক্তিগতভাবে অনেককিছু জিতেছো। ’ 

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।