ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

শুরুতেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের হোঁচট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
শুরুতেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের হোঁচট বেনজেমা-রামোসের গোলের চেষ্টা

লা লিগার গত মৌসুমের শেষদিকে ১৩ ম্যাচে ১২ জয় নিয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হৃদয় ভেঙে শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়নদের নতুন মৌসুম শুরু হলো হোঁচট খেয়ে।

 

২০২০/২১ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই রিয়াল সোসিয়াদের মাঠে গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল। লা লিগার বাকি দলগুলোর চেয়ে এক সপ্তাহ পর অভিযান শুরু করা রিয়ালকে মূলত রুখে দিয়েছে সোসিয়াদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো।  

গোলের কয়েকটি সহজ সুযোগ পেলেও রেমিরোকে ফাঁকি দিতে পারেননি রিয়াল তারকারা। তারমধ্যে লস ব্লাঙ্কোসদের অন্যতম ফরোয়ার্ড করিম বেনজেমাকে দেখা গেছে অফ-ফর্মে।  

এই ম্যাচ দিয়ে সোসিয়াদাদের জার্সিতে অভিষেক হয়েছে ম্যানচেস্টার সিটির সাবেক স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভার।  বদলি হিসেবে নেমে অবশ্য গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি।  

প্রথম ম্যাচে মাত্র ১ পয়েন্ট আদায় করে তালিকার দশে আছে রিয়াল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রানাদা।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।