ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

হার দিয়ে মৌসুম শুরু ‘খর্বশক্তি’ পিএসজির

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২০
হার দিয়ে মৌসুম শুরু ‘খর্বশক্তি’ পিএসজির লঁস-পিএসজি ম্যাচের একটি দৃশ্য

হার দিয়েই শুরু হয়েছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) নতুন মৌসুম। ফ্রেঞ্চ লিগ ওয়ানের গত আসরের চ্যাম্পিয়নরা ১-০ গোলে হেরেছে লঁসের মাঠে।

 

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় পিএসজির স্কোয়াডে ছিলেন না নেইমার-কিলিয়ান এমবাপ্পে-আনহেল দি মারিয়ারা। উয়েফা চ্যাম্পিযনস লিগের ফাইনালে খেলা ফরাসি জায়ান্টরা মাঠে নামে তাদের নিয়মিত সাত মুখকে ছাড়াই।  

সুযোগটাও দারুণভাবে কাজে লাগায় লিগে নতুন উন্নীত দল লঁস। পিএসজির অনিয়মিত গোলরক্ষক মার্সিন বুলকার ভুলের সুযোগ নিয়ে ম্যাচের ৫৭তম মিনিটে দলকে এগিয়ে দেন ইগনাতিয়াস গানাগো। নিজেদের মাঠ স্তাদে বোলার্ট-দেলেলিসে উপস্থিত ৫ হাজার দর্শকের সামনে গোল উদযাপনে মেতে ওঠে লঁসের খেলোয়াড়রা।  

বাকি সময় পিএসজিকে সমতায় ফেরাতে পারেননি ভেরাত্তি-সারাবিয়া-হেরেরারা। মৌসুমের প্রথম পরাজয়ে পয়েন্টবিহীন টমাস টুখেলের দল আছে তালিকার ১৭তম স্থানে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে লঁস। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নিঁস।  

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।