ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

বাংলাদেশকে ধন্যবাদ জানালো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৪, ডিসেম্বর ৩০, ২০১৯
বাংলাদেশকে ধন্যবাদ জানালো বায়ার্ন মিউনিখ বায়ার্নের পোস্ট করা ছবি

দরজায় টোকা দিচ্ছে নতুন বছর। ২০২০ সাল শুরুর আগে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ। 

রোববার (২৯ ডিসেম্বর) বাভারিয়ানরা তাদের নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নিজ দলের খেলোয়াড়দের গ্রুপ ছবির সঙ্গে বাংলাদেশের পতাকা সাজিয়ে পোস্ট দিয়েছে। সঙ্গে বাংলাদেশকে ট্যাগ করে বাংলায় লিখেছে ‘আপনাকে ধন্যবাদ।

’ 

এরপর পোস্টটির প্রথম কমেন্টে লিখেছে, ‘আমরা কি ঠিক বানান লিখেছি?’

কমেন্টটির নিচে বায়ার্নের বাংলাদেশি ফলোয়াররা উত্তরে ‘হ্যাঁ’ লেখার পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করেছেন জার্মান জায়ান্টদের।

কেবল তাই নয়, বিশ্বের সবখানে ছড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশ্যে বায়ার্ন একইভাবে প্রতিটি দেশকে সেই দেশের ভাষায় ধন্যবাদ জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।