ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

জয় পেলো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১২, মার্চ ৪, ২০১৯
জয় পেলো চেলসি ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের রোববারের (০৩ মার্চ) ম্যাচে জয় পেয়েছে চেলসি। ফুলহ্যামকে ২-১ গোলের ব্যবধানে হারায় দলটি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই ছন্দে দেখা যায় চেলসিকে। তবে গোল পেতে কিছুটা সময় অপেক্ষা করতে হয় তাদের।

ম্যাচের ২০তম মিনিটে প্রথম গোল পায় দলটি। আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েনের পা থেকে আসে প্রথম গোলটি। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে আর্জেন্টাইন স্ট্রাইকারের এটি তৃতীয় গোল।

তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি ফুলহ্যাম। ৭ মিনিট পরই সতীর্থের বাড়ানো ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে জোরালো ভলিতে দলকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার ক্যালাম চেম্বার্স।

এর চার মিনিট পর আবারও এগিয়ে যায় ২০১৬-১৭ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। এবারের গোলটি করেন জরজিনহো। এর পর একাধিকবার দুই দল সুযোগ পেয়েও আর গোলের দেখা পায়নি।

২৮ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।