ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

প্রথমার্ধ শেষে সমতায় বসুন্ধরা কিংস-শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৯, ডিসেম্বর ২৬, ২০১৮
প্রথমার্ধ শেষে সমতায় বসুন্ধরা কিংস-শেখ রাসেল মার্কোস ভিনিসিয়াসের একক প্রচেষ্টায় ১৭ মিনিটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

স্বাধীনতা কাপের ফাইনালে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় শেষ করেছে বসুন্ধরা কিংস বনাম শেখ রাসেল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মার্কোস ভিনিসিয়াসের একক প্রচেষ্টায় ১৭ মিনিটের গোলে শেখ রাসেলের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস।

৪২ মিনিটে শেখ রাসেলের নাইজেরিয়ান তারকা আলিসনের শট ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক জিকো।

প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ঠিক আগে রাসেলকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স রাফায়েল।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।