ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বেনজেমার গোলে কষ্টার্জিত জয় পেলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বেনজেমার গোলে কষ্টার্জিত জয় পেলো রিয়াল করিম বেনজেমা-ছবি: সংগৃহীত

লা লিগার ম্যাচে রায়ো ভালকানোর বিপক্ষে ১-০ গোলে জিয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একমাত্র গোলটি এসেছে ফরাসি তারকা করিম বেনজেমার পা থেকে। তবে পয়েন্ট টেবিলের তলাতিতে থাকা দলের বিপক্ষে যেভাবে জয় পেয়েছে রিয়াল, তাতে সমর্থকদের হতাশ হওয়ারই কথা।

শনিবার (১৫ ডিসেম্বর) পয়েন্ট টেবিলের পার্থক্য কিছুটা কমানো ছাড়া তেমন আহামরি খেলা দেখাতে পারেনি। বরং ২৫ বছরের এমন বেহাল দশা আরও করুণ পরিণতির দিকেই যাচ্ছে।

পুরো ম্যাচে বল দখল আর পাসিংয়ে এগিয়ে থেকেও গোলমুখে তেমন কিছুই করতে পারেনি।

৯০ মিনিটের খেলায় মাত্র ৯বার গোলের প্রচেষ্টা দেখাতে পেরেছে সান্তিয়াগো সোলারির দল। বরং সফরকারী দল ভায়োকানো ১১বার রিয়ালের গোলমুখে হানা দিয়ে চমকে দিয়েছে। তবে কপাল ভালো রিয়ালের যে, ওই ৯বারের মধ্যে একবার গোল পোস্টে বল পাঠাতে সক্ষম হয়েছে তারা। গোলটি করে রিয়ালকে স্বস্তি এনে দিয়েছেন স্ট্রাইকার বেনজেমা।

এই ছোট ব্যবধানের জয় লিগ টেবিলের তৃতীয় স্থানে তুলে এনেছে রিয়ালকে। আর যৌথভাবে শীর্ষে থাকা বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট পার্থক্য দুইয়ে নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোসরা।  

সাবেক কোচ হুলেন লুপেতেগির অধীনে চলতি মৌসুম ভালোভাবে শুরু করলেও কয়েক ম্যাচ পর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে এগুতে থাকে রিয়াল। সোলারি এসে ফের জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করলেও শীর্ষে ফেরার মতো শক্তি এখনো অর্জন করতে পারেনি দলটি।  

লিগের শীর্ষ তিনে পা রাখতে এতো কঠিন পথ এর আগে ১৯৯৩-৯৪ সালেও একবার পাড়ি দিতে হয়েছিল রিয়ালকে। এই মৌসুমে মাত্র ৬ ম্যাচে দুইয়ের অধিক গোল করতে পেরেছেন বেল-বেনজেমারা। এখন পর্যন্ত লিগে ১৬ ম্যাচ খেলে ৪ ম্যাচে গোলশূন্য ড্র আর ৫ পরাজয় দেখেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।