ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মাগুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
মাগুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর জয়ী ছবি-বাংলানিউজ

মাগুরা: মাগুরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ খেলায় বাগেরহাট জেলাকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেহেরপুর জেলা দল।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে একমাত্র জয় সূচক গোলটি করেন রুহুল আমিন।

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন একমাত্র গোলদাতা রুহুল আমিন। জেলা প্রশাসক আতিকুর রহমানের হাত থেকে তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার নেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ইনডেক্স গ্রুপের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।

স্বাগতিক মাগুরা ছাড়াও যশোর, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাট সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও  নড়াইল জেলা দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
 
২৯ ডিসেম্বর ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।