ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফুটবল

সালাহ’র জোড়া গোলে লিভারপুলের জয়, ম্যানইউর ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
সালাহ’র জোড়া গোলে লিভারপুলের জয়, ম্যানইউর ড্র সালাহ’র জোড়া গোলে লিভারপুলের জয়-ছবি:সংগৃহীত

বিদায়ী বছরে জয় দিয়ে সমাপ্তি করলো লিভারপুল। মোহাম্মদ সালাহ’র জোড়া গোলে লিচেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারালো ইয়র্গান ক্লপের শিষ্যরা। তবে ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে তৃতীয়স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অ্যানফিল্ডে শুরুটা অবশ্য ভালো হয়নি লিভাপুলের। মাত্র তিন মিনিটেই ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডির গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

বিরতির আগে আর কোনো গোলও হয়নি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় অল রেডসরা। ফলও পায় খুব দ্রুত। ৫২ মিনিটে মিনিটে সাদিও মানের ব্যাক হিল থেকে পাওয়া বল জালে পৌঁছে দেন মিশরের স্ট্রাইকার সালাহ।

৭৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন সালাহ। এবার জেমস মিলনারের ব্যাক হিল থেকে পাওয়া বল বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি লিগে এটি তার ১৭তম গোল। শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনের চেয়ে একটি কম।

অন্যদিকে লিগে বছরের শেষটা ভালো হয়নি ম্যানইউর। গোলশূন্য ড্রয়ে সাউদাম্পটনের বিপক্ষে পয়েন্ট খুইয়েছে হোসে মরিনিহোর শিষ্যরা।

২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। চেলসি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।  ইউনাইটেড ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।