ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

জয় রথ ছুটে চলেছে বায়ার্নের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, জানুয়ারি ২৯, ২০১৭
জয় রথ ছুটে চলেছে বায়ার্নের বায়ার্ন

ঢাকা: বুন্দেসলিগায় জয় রথ ছুটে চলেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। ১৯ নভেম্বর বরুশিয়া ডর্টমুন্ডের কাছে মৌসুমের একমাত্র হারের স্বাদ পাওয়ার পরে টানা সাত ম্যাচে অপরাজিত থাকলো বাভারিয়ানরা। জায়ান্টদের মৌসুমের লাকি সেভেন জয়টি এসেছে নিজেদের ১৮তম ম্যাচে ওয়ের্দার ব্রিমেনকে ২-১ গোলে হারিয়ে।

এর আগে শনিবার (২৮ জানুয়ারি) কিক অফের ৩০ মিনিটে আরিয়েন রোবেনের গোলে ১-০তে লিড পায় কার্লো আনচেলত্তি শিষ্যরা।

এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডেভিড আলবার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

পুরো প্রথমার্ধে জাল খুঁজে না পেয়ে পিছিয়ে থাকা ব্রিমেন দ্বিতীয়ার্ধে ঠিকই জাল খুঁজে পায়। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ম্যাক্স ক্রুসের গোল বায়ার্ন জালে আছড়ে পড়লে ব্যবধান কমে দাঁড়ায় ২-১। তবে ওই শেষ। এরপর সমতায় ফিরতে ম্যাচের একেবারে শেষ পর্যন্ত বেশ কয়েকবার বায়ার্ন সীমানায় অলঅ্যাটাকে গিয়েছে ব্রিমেন আক্রমণভাগ।

কিন্তু বায়ার্নের কাছে প্রতিটি আক্রমণ পর্যুদস্ত হলে ২-১ এ হার নিয়ে মাঠ ছাড়ে ওয়ের্দার ব্রিমেন।

আর জার্মান জায়ান্টরা মাঠ ছাড়ে টানা সাত জয়ের আনন্দে ভেসে।

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এইচএল/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।