ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইবিতে আন্তঃহল ফুটবলে চ্যাম্পিয়ন লালন শাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, জানুয়ারি ২৮, ২০১৭
ইবিতে আন্তঃহল ফুটবলে চ্যাম্পিয়ন লালন শাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় লালন শাহ হল চ্যাম্পিয়ন এবং সাদ্দাম হোসেন হল রানার আপ হয়েছে।

এবারের আন্তঃহল টুর্নামেন্ট লিগ পদ্ধতিতে হওয়ায় লালন শাহ হল নিজেদের তিনটি খেলাতেই জয় পেয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়।

একই সাথে সাদ্দাম হোসেন হল দুইটি খেলায় জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার আপ হয়।

সাদ্দাম হোসেন হলের দল নেতা ছিলেন সাজিদ মানিক এবং লালন শাহ হলের পক্ষে দলনেতা ছিলেন সালাহ উদ্দিন আহম্মেদ সজল।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বাংলানিউজকে জানান, ‘আমরা সকলের সহযোগিতায় আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ করতে পেরেছি। একই সাথে সকলের কাছে বাকি খেলাগুলো উপভোগের অনুরোধ করছি। ’

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।