ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

লিগ কাপের ফাইনালের পথে মরিনহোর ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৫, জানুয়ারি ১১, ২০১৭
লিগ কাপের ফাইনালের পথে মরিনহোর ম্যানইউ লিগ কাপের ফাইনালে চোখ রাখছেন ওয়েইন রুনিরা/ছবি: সংগৃহীত

ইংলিশ লিগ কাপের (ক্যাপিটাল ওয়ান ‍কাপ) ফাইনালে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেমির প্রথম লেগে হাল সিটিকে ২-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা। এই ইভেন্টে চারবারের চ্যাম্পিয়ন ম্যানইউ সবশেষ শিরোপা জিতেছিল ২০০৯-১০ মৌসুমে।

এ ম্যাচে অসুস্থতজনিত কারণে খেলতে পারেননি সুইডিশ আইকন জ্লাতান ইব্রাহিমোভিচ। অন্যদিকে, দলের সাফল্যের দিনে ওয়েইন রুনির ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত হলো।

তাকে ৫৯ মিনিটে মাঠ থেকে তুলে নেন মরিনহো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৪৯ গোল নিয়ে ববি চার্লটনের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে ম্যানইউকে প্রথমমে লিড এনে দেন হুয়ান মাতা/ছবি:সংগৃহীত

ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর এগার মিনিটের মাথায় রেড ডেভিলসদের লিড এনে দেন স্প্যানিশ তারকা হুয়ান মাতা। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ব্যবধান দ্বিগুন করেন বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি।

দুই গোলে এগিয়ে থাকায় বাড়তি সুবিধা নিয়ে হাল সিটির মাঠে নামবেন রুনি-মাতা-পল পগবারা। আগামী ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।