ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়ালে যোগ দিচ্ছেন মেসির স্বদেশী দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৮, জানুয়ারি ৩, ২০১৭
রিয়ালে যোগ দিচ্ছেন মেসির স্বদেশী দিবালা পাওলো দিবালা/ছবি: সংগৃহীত

পাওলো দিবালার প্রতি বার্সেলোনার আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। স্বয়ং লিওনেল মেসি তার স্বদেশী উঠতি তারকার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু, দিবালাকে জুভেন্টাস থেকে ভাগিয়ে আনছে ‍বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

জনপ্রিয় স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্ডো দেপোর্তিভো’ এমন খবরই প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির বরাত দিয়ে গোল ডট কম বলছে, রিয়ালে যোগ দিতে রাজি ২৩ বছর বয়সী দিবালা।

যদিও জুভিদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত।

সে যাই হোক, প্রতিভাবান আর্জেন্টাইন ফরোয়ার্ডকে যত দ্রুত সম্ভব দলে ভেড়াতে চান রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সেই লক্ষ্যে ইতালিয়ান চ্যাম্পিয়নদের বড় অঙ্কের প্রস্তাব দিতে যাচ্ছে গ্যালাকটিকোরা।

গত বছরের জুনে পালের্মো ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দেন দিবালা। দুর্দান্ত পারফরম্যান্সে আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। এতেই নজর কাড়েন অন্যান্য ইউরোপিয়ান জায়ান্টদের। জুভিদের জার্সিতে এখন পর্যন্ত ৬১ ম্যাচে ২৭টি গোল করেছেন। তার মধ্যে ৪৪টি লিগ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২২ বার।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ৩ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।