ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বর্ষসেরা প্লে-মেকার মেসি, নেই রোনালদোর নাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
বর্ষসেরা প্লে-মেকার মেসি, নেই রোনালদোর নাম আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

পাঁচবারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো বছরের সেরা প্লে-মেকারের খেতাব জিতে নিয়েছেন। বার্সেলোনার গোলমেশিনকে এই খেতাব দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)।

ঢাকা: পাঁচবারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো বছরের সেরা প্লে-মেকারের খেতাব জিতে নিয়েছেন। বার্সেলোনার গোলমেশিনকে এই খেতাব দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)।

৫৬টি দেশের ভোটারদের ভোটাভুটির মাধ্যমে মেসিকে নির্বাচিত করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১০৬ পয়েন্ট বেশি পেয়ে সেরা প্লে-মেকারের খেতাব জেতেন বার্সার আইকন। মেসি পেয়েছেন সর্বোচ্চ ১৭২ পয়েন্ট। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই ক্লাব সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা। স্প্যানিশ এই তারকা পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ পয়েন্ট।

২০০৬ সালে প্রথমবারের মতো আইএফএফএইচএস তাদের এই পুরস্কার ঘোষণা করে। সেবার শীর্ষে ছিলেন ফ্রান্স আইকন জিনেদিন জিদান। পরেরবার শীর্ষে আসেন ব্রাজিলিয়ান তারকা কাকা। ২০০৮ সালে সেরা প্লে-মেকারের খেতাব জেতেন স্পেনের জাভি।

গত বছরও মেসি জিতেছিলেন এই খেতাব। গতবারের (১৬৮ পয়েন্ট) থেকেও এবার তিনি ৪ পয়েন্ট বেশি পেয়েছেন। ২০১২ ও ২০১৩ তে এই খেতাব জিতেছিলেন ইনিয়েস্তা। আর ২০১৪ তে এই পুরস্কার জেতেন জার্মানির টনি ক্রুস। সর্বোচ্চ চারবার এই খেতাব জিতেছিলেন বার্সার সাবেক তারকা জাভি।

এই তালিকায় ১৫ ফুটবলার জায়গা পেয়েছেন। তালিকায় নেই অ্যান্তোনিও গ্রিজম্যান, লুইস সুয়ারেজ, করিম বেনজেমা, গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদোদের নাম।

২০১৬ সেরা প্লে-মেকার:
১। লিওনেল মেসি (আর্জেন্টিনা / বার্সেলোনা) ১৭২ পয়েন্ট
২। আন্দ্রে ইনিয়েস্তা (স্পেন / বার্সেলোনা) ৬৬ পয়েন্ট
৩। টনি ক্রুস (জার্মানি / রিয়াল মাদ্রিদ) ৪৫ পয়েন্ট
৪। মেসুত ওজিল (জার্মানি / আর্সেনাল) ৩৯ পয়েন্ট
৫। রিয়াদ মাহরেজ (আলজেরিয়া / লিচেস্টার সিটি) ৩৬ পয়েন্ট
৬। লুকা মদ্রিক (ক্রোয়েশিয়া / রিয়াল মাদ্রিদ) ৩৬ পয়েন্ট
৭। কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম / ম্যানসিটি) ৩১ পয়েন্ট
৮। পল পগবা (ফ্রান্স / জুভেন্টাস/ ম্যানইউ) ২৬ পয়েন্ট
৯। ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম / চেলসি) ১৪ পয়েন্ট
১০। দিমিত্রি পায়েত (ফ্রান্স / ওয়েস্ট হ্যাম) ৮ পয়েন্ট
১১। ডেভিড সিলভা (স্পেন / ম্যানসিটি) ৫ পয়েন্ট
১২। নেইমার (ব্রাজিল / বার্সেলোনা) ৩ পয়েন্ট
১৩। মারেক হামসিক (স্লোভাকিয়া / নাপোলি) ৩ পয়েন্ট
১৪। থিয়াগো আলকানত্রা (স্পেন / বায়ার্ন মিউনিখ) ১ পয়েন্ট
১৫। জাভিয়ের পাস্তোরে (আর্জেন্টিনা /পিএসজি) ১ পয়েন্ট

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।